মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত এমপি ইউনুস আলী
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার।
রোববার (২৯ ডিসেম্বর) বাদ আসর সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে মা-বাবার কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়।
সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু বলেন, ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে মা-বাবার কবরের পাশে এমপি ইউনুস আলীর মরদেহ দাফন করা হয়।
এমপি ইউনুস আলীর জানাজায় অংশ নেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম হিরু।
এর আগে সকালে ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে হেলিকপ্টারযোগে ডা. মো. ইউনুস আলী সরকারের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ পলাশবাড়ী নেয়া হয়। ভাতগ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. মো. ইউনুস আলী সরকার। তিনি ফুসফুসের ক্যান্সারসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৫৩ সালের ১৫ জুন সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন ইউনুস আলী সরকার।
জাহিদ খন্দকার/এএম/এমএস