পাটগ্রামে ভারতীয় ট্রাকের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০১:২৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৯
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ ৫ জন। গুরুত্বর আহত ৩ জনকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থালবন্দরের ঘুন্টির ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রসুলগঞ্জ গ্রামের সফিয়ার রহমানের ছেলে আয়নাল হক (৩২)। অপরজনের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রোববার রাতে ভারতীয় পাথর বোঝাই ট্রাকটি পাথর নিয়ে আসার পথে পাটগ্রামগামী একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত হয়। আহত হন আরও পাঁচজন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় ট্রাকটিকে আটক করা হয়েছে।

রবিউল হাসান/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।