স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে গলা কেটে হত্যা
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীকে বেঁধে রেখে স্বামী উত্তম কুমারকে (২৯) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার তাঁতীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উত্তম কুমার উপজেলার তাঁতীপাড়া গ্রামের শ্রী নিবারণ কুমারের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিজ ঘরে স্ত্রীকে হাত-পা বেঁধে উত্তমকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘরের বেড়া ভেঙে অচেতন অবস্থায় উত্তমের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উত্তমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল জামাল বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।
জাহিদ খন্দকার/আরএআর/জেআইএম