বই উৎসবে শিক্ষা কর্মকর্তার অপেক্ষায় ৬ ঘণ্টা, অসুস্থ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০১ জানুয়ারি ২০২০
অসুস্থ শিক্ষার্থীকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন শিক্ষক

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে বই উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রখর রোদে ছয় ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ সময় রোদে দাঁড়িয়ে থাকা ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ মিরাজ ওই বিদ্যালয়ের ‘ঘ’ শাখার শিক্ষার্থী। বুধবার (০১ জানুয়ারি) শিক্ষা কর্মকর্তা অনুষ্ঠানে এলে বই বিতরণ করবেন এমন অজুহাতে ছয় ঘণ্টা শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বই নেয়ার জন্য সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে মঞ্চে উপস্থিত হলেও উপজেলা শিক্ষা কর্মকর্তা আসতে দেরি করেন। পরে শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম বিদ্যালয়ে পৌঁছার পর দুপুর ২টার দিকে বই উৎসবের অনুষ্ঠান শুরু হয়। এ অবস্থায় ছয় ঘণ্টা রোদে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। এ সময় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিরাজ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যান শিক্ষক সাইফুল ইসলাম। চিকিৎসা দেয়ার পর সুস্থ হয় মিরাজ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা প্রমুখ।

অনুষ্ঠানে আসা অতিথিরা জানান, দেরিতে অনুষ্ঠান শুরু হওয়ার কারণে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী সকালে না খেয়ে বই নিতে এসেছে। তাদের ছয় ঘণ্টা মাঠে দাঁড় করিয়ে রাখা কোনোভাবেই ঠিক হয়নি।

এ বিষয়ে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, বই উৎসব অনুষ্ঠানে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে গেছে এটা আমার জানা নেই।

ভূঞাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, অনুষ্ঠান দুপুর ১২টা থেকে শুরু হওয়ার কথা ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ সকাল থেকে শিক্ষার্থীদের হাজির করা ঠিক হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।