নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:২০ এএম, ০২ জানুয়ারি ২০২০
প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম সানি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানি একই উপজেলার ভোলাচং এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সানি লোকজন নিয়ে তার পাওনা টাকা আদায়ের জন্য শ্রীরামপুর গ্রামের বাসিন্দা জীবন মিয়ার কাছে যান। টাকা চাইলে জীবনের সঙ্গে সানির তর্কবিতর্ক হয়। হাতাহাতিও হয় তাদের মধ্যে।

একপর্যায়ে সানিকে ছুরিকাঘাত করে জীবন মিয়া। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আর্থিক বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা ধারণা করছি। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত জীবন পলাতক রয়েছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।