মাশরাফির উদ্যোগে তৃতীয় লিঙ্গের সদস্যদের শীতবস্ত্র বিতরণ
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা পরিষদের হলরুমে এসব শীতবস্ত্র বিতরণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম।
তৃতীয় লিঙ্গের সদস্যদের পক্ষে ৫০ পিস কম্বল গ্রহণ করেন গুরুমাতা রুহুল ও শাপলা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সজিব বিশ্বাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রোজ ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ছাত্রলীগ।
তৃতীয় লিঙ্গের গুরুমাতা রুহুল বলেন, কোনো এমপি আমাদের কথা কখনো চিন্তা করেনি। এমপি মাশরাফি আমাদের কথা ভেবে কম্বল পাঠিয়েছেন। এজন্য আমরা অনেক খুশি। আমরা তার মঙ্গল কামনা করি।
হাফিজুল নিলু/এএম/এমকেএইচ