সুন্দরগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রতীকী ছবি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাজরা আক্তার ওরফে হাসি (৪) ও মিষ্টি আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামে এ ঘটনা ঘটে।
হাসি আক্তার গ্রামের হজরত আলীর মেয়ে এবং মিষ্টি আক্তার বিফল মিয়ার মেয়ে। তারা মামাত-ফুফাত বোন।
সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান মাহবুর রহমান বলেন, মিষ্টির বাবা-মা ঢাকায় থাকেন। তাই সে তার নানার বাড়িতে থাকত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় তারা। পরে পুকুরের পানিতে দুই বোনের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করেন।
জাহিদ খন্দকার/বিএ