সরকারি গাছ কাটায় যুবলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৩ জানুয়ারি ২০২০

লালমনিরহাট সদর উপজেলায় সড়কের দুই ধারের সরকারি গাছ কাটার অপরাধে ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক বাদশা মিয়া উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কোনো ধরনের অনুমোদন ছাড়াই যুবলীগ নেতা বাদশা মিয়া রাস্তার দুই ধারের সরকারি কয়েকটি ইউক্যালিপটাস গাছ কাটেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইউনিয়ন যুবলীগ নেতা বাদশা মিয়াকে আটক করে। এ সময় তার সহকর্মীরা পালিয়ে যায়।

এ বিষয়ে লালমনিরহাট জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোরল হুমাউন কবির জানান, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, সরকারি গাছ কাটার অপরাধে বাদশা মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিউল হাসান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।