কলেজছাত্রীকে ধর্ষণ ছাত্রলীগ নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ধর্ষণ মামলায় ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৪ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (০৩ জানুয়ারি) বিকেলে মামলার পর রাতেই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছাত্রলীগ সভাপতি হৃদয় মন্ডল উপজেলার ছাব্বিশা গ্রামের কামরুজ্জামান মন্ডলের ছেলে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম।

তিনি বলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের বিবাহিত এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে হৃদয় মন্ডল। এ ঘটনায় শুক্রবার বিকেলে ওই ছাত্রী ধর্ষণ মামলা করেন। রাতেই হৃদয়কে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেফতার হৃদয় মন্ডলের বিরুদ্ধে ২০১৭ সালে একটি অপহরণ ও একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছিল। ওই দুই মামলায় জামিনে হৃদয়। তাকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হলো।

আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।