বীরগর্ভাদের সম্মান দেয়ায় নরসিংদীর ডিসিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২০

বীরগর্ভা মায়েদের সংবধনাসহ মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অবদান রাখায় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনকে সংবর্ধনা দিয়েছেন জেলার মুক্তিযোদ্ধারা।

রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। সেক্টর কমান্ডার ফোরাম ৭১ ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এ সংবর্ধনার আয়োজন করেন। শুরুতেই ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে অতিথিদের সম্মাননা জানানো হয়।

সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সভাপতি আবদুল মোতালিব পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া।

Narsingdi-Fridom-Fighter2

এসময় বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির ও প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস।

আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেন সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সভাপতি আবদুল মোতালিব পাঠান, জেলার ছয়টি উপজেলার কমান্ডার, নরসিংদী চেম্বারের পক্ষ থেকে আলী হোসেন শিশির, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি ড. মশিউর রহমান মৃধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় সংবর্ধিত অতিথিকে।

সঞ্জতি সাহা/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।