ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৯ জানুয়ারি ২০২০
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মিনিট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে উবায়দুল হক লিটন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার শাহবাজপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল ইসলাম নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে শাহবাজপুর এলাকায় একটি মিনিট্রাক ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চারজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।