বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সম্পদের খোঁজে দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৯ জানুয়ারি ২০২০

বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত বগুড়া জেলা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রে জানা গেছে, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে তার নিজের ও পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে ইতোমধ্যে একটি পত্র প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান বলেন, নির্বাহী প্রকৌশলীর সম্পদের তথ্য জানতে দুদক থেকে একটি পত্র দেয়া হয়েছে। তিনি যেহেতু পৌরসভায় কর্মরত আছেন আমরা পৌরসভা সম্পর্কিত তার সম্পদের বিষয়ে যতদূর জানি তা জানিয়ে দেব। এর চেয়ে বেশি কিছু জানা আমাদের পক্ষে সম্ভব নয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে এর আগে তার সম্পদের হিসাব চেয়ে একটি পত্র পাঠানো হয়েছিল। তার সম্পদের বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, বগুড়ায় যোগদানের পর তিনি পৌরসভার কিছু অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছেন। যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই মিথ্যা অভিযোগ করেছে দুদকের কাছে। তবে তিনি দুদককে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত আছেন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।