অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিলেন ম্যাজিস্ট্রেট
নরসিংদীতে অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে রোববার (১২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামে এস টি সি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান।

শাহরুখ খান জানান, এস টি সি ইটভাটাটির পরিবেশ ছাড়পত্র না থাকা, পরিবেশের জন্য ক্ষতিকর, বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশে স্থাপিত এবং কৃষি জমি ব্যবহার করায় এস টি সি ইটভাটাটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ (স্থাপন) আইন ২০১৩ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে নরসিংদী পরিবেশ অধিদফর।
এমএসএইচ