বগুড়ায় পৌর মেয়র হলেন বিএনপির জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:১২ এএম, ১৪ জানুয়ারি ২০২০

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৩১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বেলাল হোসেন জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৩৫ ভোট। এ ছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক টি রানা নৌকা প্রতীকে তৃতীয় হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর উল্লাস করেন বিজয়ী মেয়র জাহাঙ্গীরের কর্মী-সমর্থকরা ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বেসরকারিভাবে জাহাঙ্গীর আলমকে নির্বাচন কর্মকর্তারা বিজয়ী ঘোষণা করেছেন। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রথমবারের মতো ইভিএমে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা।

লিমন বাসার/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।