বিপিএল নিয়ে বাজি, আটক ১৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৫ জানুয়ারি ২০২০

গাইবান্ধায় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ নিয়ে বাজি ধরায় ১৭ জনকে আটক করেছে গোয়ন্দো (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আশরাফুল ইসলাম (২২), হাসান শাহ্ (৩৫), মাহাবুর রহমান (৪০), আল-আমিন (৩২), আরিফ মিয়া (২৫), বাবু শেখ (৩৫), মোস্তাফিজার রহমান (৩৫), আমির হাসান প্রধান (২৮), শিহাব মিয়া (২২), মিলু মিয়া (৩৮), মমিন ইসলাম (৩২), সিদ্দিক হোসেন (২৭) , মাসুদ (৩২), আব্দুর রাজ্জাক (৫০), আশরাফ আলী (৪০), মুসা আলী (৩৫) ও মজনু মিয়া (৩০)।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

জাহিদ খন্দকার/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।