ইত্যাদির শুটিং দেখে বাড়ি ফেরা হলো না মন্টুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২০

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং দেখে বাড়ি ফেরার পথে দাইমুল ইসলাম মন্টু (৫৩) নামে পুলিশ সুপার কার্যালয়ের এক কর্মচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলা সদরের অমরখানা এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

নিহত দাইমুল ইসলাম মন্টু জেলা শহরের ডোকরোপাড়া এলাকার বাসিন্দা। তিনি পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন। ঘটনার পরপরই তাকে দেখতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী হাসপাতালে ছুটে যান।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে দাইমুল ইসলাম মন্টু তার ছেলেকে নিয়ে তেঁতুলিয়া যান ইত্যাদির শুটিং দেখতে। রাতে বাড়ি ফেরার পথে শীতের কারণে তার ছেলেকে অন্য একটি গাড়িতে তুলে দিয়ে নিজে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। অমরখানা ইউনিয়নের চৈতন্যপাড়া এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ বলেন, রাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সফিকুল আলম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।