সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২০

ঢাকা থেকে সিলেটগামী ট্রেন পারাবত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আউটার লাইনে পৌঁছালে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ব্রাক্ষ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিস কর্মীরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত বিষয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (ডিটিও) ওমর ফারুক বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এক ঘণ্টা পরেই এতে আগুন লাগার কথা শুনতে পাই। এ দুর্ঘটনায় ওই লাইনে ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।