বউভাতের দিন মিলল যুবকের ঝুলন্ত লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৫ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

বউভাতের দিন গাইবান্ধার সাঘাটায় মাহফুজার রহমান (২২) নামে এক যুবকের গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামের রফিকুল ইসালামের ছেলে মাহফুজার রহমানের সঙ্গে একই ইউনিয়নের ভরতখালী গ্রামের ওবাইদুল ইসলামের মেয়ে অঞ্জনা খাতুনের সঙ্গে দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের সময় দুই পক্ষের মধ্যে আলোচনা অনুযায়ী শুক্রবার (২৪ জানুয়ারি) বউভাতের দিন ধার্য করা হয়।

মাহফুজার রহমান শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় তার মা মেনেকা বেগম শয়নকক্ষে তাকে না পেয়ে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি হতে ৩০০ গজ দূরে লালমিয়ার ভিটায় গাছের সঙ্গে মাহফুজারের ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পারিবারিক কারণে মাহফুজার অত্মহত্যা করেছেন অথবা কেউ তাকে হত্যা করে মরদেহটি গাছের সঙ্গে ঝুলে রেখে গেছে বলে অনেকেই ধারণা করছেন।

এ বিষয়ে সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে ।

জাহিদ খন্দকার/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।