সুলতান স্বর্ণপদক পেলেন চিত্রশিল্পী ড. ফরিদা জামান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১১:০১ এএম, ২৮ জানুয়ারি ২০২০

প্রতি বছরের ন্যায় এবারও সুলতান মেলায় সুলতান স্বর্ণপদক প্রদান করা হয়েছে। এবার সুলতান স্বর্ণপদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খ্যাতিমান চিত্রশিল্পী ড. ফরিদা জামান।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নড়াইল শহরের কুড়িগ্রাম সুলতান মঞ্চে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ বরেণ্য এই চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণপদক প্রদান করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কাজী মাহবুবুর রশীদ।

সভায় বক্তব্য দেন পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক ড. ফরিদা জামান, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সুলতান ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান, শিল্পকলা একাডেমির কর্মকর্তা সুজন মাহমুদ প্রমুখ।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৬ জানুয়ারি নড়াইলে ১২ দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবারের মেলা উৎসর্গ করা হয়েছে।

সুলতান ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এবারের সুলতান মেলায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পীদের আঁকা চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন গ্রামীণ ক্রীড়া উৎসব- হা-ডু-ডু,কুস্তি, ঘোড়ার গাড়ির দৌড়, ষাঁড়ের লড়াই, দড়ি টানাটানি, ভলিবল খেলা, নারীদের ভলিবল প্রতিযোগিতা, কাবাডি, শরীর গঠন প্রতিযোগিতা, লাঠিখেলা, কলাগাছে ওঠানো,বাঁশের লাঠির দৌড়, জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি, নাটক, জারিগান ও সুলতানের জীবন ও দর্শন নিয়ে প্রতিদিন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় ১০০টি স্টল বসে।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে ১০ অক্টোবর বরেণ্য এ চিত্রশিল্পী যশোর সম্মিলিত হাসপাতালে ইন্তেকাল করেন।

হাফিজুল নিলু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।