কাপড়ের দোকানে মিলল ৭০ হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৯ জানুয়ারি ২০২০

কক্সবাজারের টেকনাফে একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া পূর্ব কলাউজান এলাকার কবির আহমেদের ছেলে মো. জাকারিয়া (৩৫) ও টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার আলী জোহারের ছেলে আব্দুল হক (৩৩)।

র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, টেকনাফ পৌরসভার উপরের বাজার বার্মিজ মার্কেট সংলগ্ন আফিফা আলম হিমু মার্কেটের আক্তারের কাপড়ের দোকানের ভেতর একটি ইয়াবার চালান মজুত রয়েছে- এমন সংবাদে র‌্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, টেকনাফ উপরের বাজারের দোকান মালিক আক্তার কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ সিন্ডিকেটকে ধরতে র‌্যাব কাজ করে আসছিল। অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েন তারা। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক দুইজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।