যৌন উত্তেজক ১ লাখ ট্যাবলেটসহ ২ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিগারেট তৈরির সরঞ্জামসহ দুই নারীকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গোমস্তাপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী (২০) ও একই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী (১৯)।

র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ বলেন, শুক্রবার রাত ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের পলাতক আসামি মো. সাদিকুল ইসলামের ছাগল রাখার ঘরে অভিযান চালানো হয়। এ সময় ১ লাখ ১০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও সিগারেট তৈরির ৪৬৮ কেজি উপকরণ উদ্ধার করা হয়। যৌন উত্তেজক ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৭২ হাজার টাকা এবং সিগারেট তৈরির ৪৬৮ কেজি উপকরণের মূল্য ৭০ হাজর ২০০ টাকা। এ সময় হাতেনাতে দুই নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

মোহা. আব্দুল্লাহ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।