মেঘনায় ট্রলারডুবি, কেবিনে থাকা দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

ভোলার মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাত জেলে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

মৃত রাজিব ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আশাবাগ গ্রামের হারুন উর রশিদের ছেলে ও রাকিব ভোলা সদরের ভেলুমিয়া গ্রামের বারেক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় জেলেরা জানান, গতকাল রোববার গভীর রাতে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুরের নাগর মাঝির ট্রলার নিয়ে তার নেতৃত্বে ৯ জন চরফ্যাশনের বেতুয়া ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। সোমবার ভোরের দিকে ট্রলারটি ডুবে যায়। এসময় স্থানীয় জেলেদের সহযোগিতায় সাত জেলেকে উদ্ধার করা হলেও ট্রলারের কেবিনে বদ্ধ থাকায় রাজিব ও রাকিব নামে দুই জন নিহত হয়েছেন।

চরফ্যাশন থানা পুলিশের ওসি মো. সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার রাতে জানান, স্থানীয় জেলেদের সহযোগিতায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।