টাঙ্গাইলে ৯ শিক্ষককে অব্যাহতি, ১৮ শিক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে নয় শিক্ষককে অব্যাহতি এবং অসদুপায় অবলম্বনের দায়ে ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ছয়জন এবং তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর তিনজনসহ মোট নয়জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর পাঁচজন, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর নয়জন, কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুর একজন এবং কালিহাতী কলেজ ভেন্যুর তিনজনসহ ১৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।