দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে জব্দ করা দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে বরিশাল অঞ্চলের এসপি মো. কফিল উদ্দিনের উপস্থিতিতে উদ্ধার করা নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, কলাপাড়ার পায়রাবন্দর ও মৌডুবি চ্যানেলের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময় অভিযান চালিয়ে জব্দ করা নিষিদ্ধ জালগুলো বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।

কাজী সাঈদ/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।