মুন্সীগঞ্জে তিন ফার্নিচারের দোকানে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার খালইস্ট এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে তিনটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আব্দুল্লাহ অ্যান্ড ব্রাদার্স, আশপি ফার্নিচার ও আজমিরী ফার্নিচারের দোকোন আগুন লাগে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের আশপাশে পানির কোনো উৎস না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে মুন্সীগঞ্জ থানার পুকুরের পানি নিয়ে আগুন নেভানো হয়।

স্থানীয়রা জানান, ফার্নিচার দোকানের ভেতরে বেশ কয়েকজন কর্মচারী রাত্রিযাপন করেন। তাদের ব্যবহৃত কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে যে তিনটি দোকানে আগুন লেগেছে তাদের একপাশে টাইলসের দোকান এবং অন্যপাশে সিমেন্টের দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়েনি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবু বকর জামান জানান, আগুন নিয়ন্ত্রণে আছে। কেউ হতাহত হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।