চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:২১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে হাবিবুর রহমান (৪৭) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা কৌড়াখালি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। হাবিব ওই এলাকার আশ্রাফ আলী সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিবাদমান জমিতে মাটি কাটতে যান হাবিব। তখন তার চাচাতো ভাই কাওছার ও আব্বাস এতে বাধা দেন। হাবিব তারপরও মাটি কাটা বন্ধ না করলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আব্বাস ও কাওসারের লাঠির আঘাতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ জাগো নিউজকে জানান, চাচাতো ভাইদের লাঠির আঘাতে হাবিবের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এইচএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।