১৫ কাঠা জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্ত, চাষির মাথায় হাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০

নাটোর সদর উপজেলার বড়শরিশপুর ইউনিয়নের ঋষিনগর এলাকার চাষির আবুল কালামের ১৫ কাঠা জমির লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতের আঁধারে এসব লাউগাছ কেটে ফেলা হয়।

ক্ষতিগ্রস্ত চাষি আবুল কালাম বলেন, তিন বছর আগে এক লাখ টাকা দিয়ে প্রতিবেশী নজরুল ইসলামের জমি বন্ধক রাখি। গত কয়েক মাস ধরে বন্ধক জমি ছেড়ে দেয়ার জন্য আমার ওপর বার বার চাপ দিতে থাকেন নজরুল ইসলাম। জমি ছেড়ে না দিলে জোর করে দখলে নেয়ার হুমকি দেন। এরই মধ্যে মঙ্গলবার রাতে ১৫ কাঠা জমির সব লাউগাছ কেটে ফেলা হয়। এতে আমার তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি আমি।

tree-cutting

তবে নজরুল ইসলাম বলেন, তিন বছর পূর্ণ হওয়ায় আবুল কালাম আজাদকে জমি ছেড়ে দিতে বলেছি। কিন্তু লাউগাছ কাটার ব্যাপারে আমি কিছু জানি না।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।