আ.লীগ নিতে নয়, দিতেই ক্ষমতায় আসে : পানিসম্পদ উপমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ হাওয়া ভবনের দল নয়, লুটপাট করার দল নয়। আওয়ামী লীগ নিতে নয়, দিতেই ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ গণমানুষের দল বলেই সর্বত্র উন্নয়ন করে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শরীয়তপুরের বালার বাজার তারাবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চরসেনসাস ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শুধু শরীয়তপুরেই নয়, গোটা বাংলাদেশেই উন্নয়ন হয়।

চরসেনসাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ বালার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এসএম. আশরাফুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী অয়াহিদুজ্জান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ প্রমুখ।

এর আগে শরীয়তপুর (মনোহর বাজার) থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত ৮৫৯ কোটি টাকা ব্যয়ে ৩২ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

ছগির হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।