ঝালকাঠিতে আগুনে পুড়ে ছাই ৪ বসতঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:০৯ এএম, ০২ মার্চ ২০২০

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- তালগাছিয়া গ্রামের শাহজাহান হাওলাদার, এনায়েত হোসেন, লাল চান ও লোকমান হোসেন।

কাঠালিয়ার শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, ইউনিয়নের তালগাছিয়া ৮ নং ওয়ার্ডে খালেক মাস্টারের বাড়িতে আগুন লেগে চারটি ঘর ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি খবর পেয়ে ফায়ার সার্ভিস খবর দেই এবং তাৎক্ষণিক সেখানে ছুটে যাই। এলাকার মানুষ জড়ো হয়ে যে যার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কাঠালিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নেভানোর চেষ্টা করে। ইতোমধ্যে শাহজাহান হাওলাদার, এনায়েত হোসেন, লাল চান ও লোকমান হোসেনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া এবং রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মো. ফয়সাল উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই। পুলিশের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে।

আতিক রহমান/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।