ইউএনও অফিসে সংরক্ষিত চেয়ারে বসবেন মুক্তিযোদ্ধারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০২ মার্চ ২০২০

বিভিন্ন প্রয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে যাতায়াত করতে হয়। সেখানে ইউএনওর সামনের চেয়ারে বসে স্বাভাবিক নিয়মেই কাজ সেড়ে বিদায় নিতে হতো তাদের। তবে স্বাধীনতার মাসের প্রথম দিনেই মুক্তিযোদ্ধাদের জন্য নিজের কার্যালয়ে একটি চেয়ার সংরক্ষিত করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এখন থেকে ইউএনও অফিসে সংরক্ষিত চেয়ারে বসবেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (২ মার্চ) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গেলে অন্যান্য চেয়ারের পাশাপাশি তার বাম পাশে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ারটি চোখে পড়ে। কালো রঙয়ের চেয়ারটিতে ‘বীর মুক্তিযোদ্ধার জন্য সংরক্ষিত’ লেখা একটি ট্যাগ লাগানো হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য চেয়ার সংরক্ষিত রাখার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয় সচেতন মহল।

মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মনছুর আলী বলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ স্বাধীনতার মাসে এমন উদ্যোগের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন। তার এ উদোগের ফলে মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান বৃদ্ধি পাবে।

এ বিষয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা বলেন, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ মাটিরাঙ্গায় যোগানের পর উপজেলা প্রশাসনকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার বিভিন্ন উদ্যোগের ফলে বিভিন্ন পেশার সেবা প্রার্থীদের সরকারি সেবা নিশ্চিত হয়েছে। মুজিববর্ষের শুরুতেই তার কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার প্রতিষ্ঠা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাদের ত্যাগ ও রক্তে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছে তাদের জন্য এটুকু সম্মান দেখাতে আমাদের কার্পণ্য করা যাবে না। মুজিববর্ষকে সামনে রেখে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের জন্য একটি চেয়ার সংরক্ষিত রাখা হবে বলেও জানান তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।