ঘাতক পিকআপ কাড়ল মেয়েসহ শিক্ষক মায়ের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:১৪ এএম, ০৪ মার্চ ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে ছালামের দোকান নামক স্থানে পিকআপচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, মিরওয়ারিশপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার দুই বছরের মেয়ে নিধি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার সময় চৌমুহনী থেকে সিএনজি অটোরিকশায় আপানিয়ায় যাওয়ার সময় ছালামের দোকান নাকম স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এ সময় ওই স্কুল শিক্ষিকার আরো এক মেয়ে মেঘা আহত হয়। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিজানুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।