পটুয়াখালীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:০৮ এএম, ০৫ মার্চ ২০২০

পটুয়াখালীতে ভুল চিকিৎসায় আইরিন আক্তার (২১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে শহরের শরীফ হোসেন-সোনাবানু স্পেশালইজড হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোগীর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইরিন শহরের চৌরাস্তা এলাকার বাসিন্দা রুহুল আমিন আকনের স্ত্রী। আইরিনের মা মাহিনুর বেগম জানান, দেড় মাস আগে নুর ক্লিনিকের চিকিৎসক ডা. শফিক তার মেয়েকে (আইরিন) দেখে ব্যবস্থাপত্র দেন। সে মোতাবেক বিভিন্ন পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্ট দেখে তাকে অপারেশনের পরামর্শ দেন তিনি। সে অনুযায়ী বুধবার দুপুরে আইরিনকে শরীফ হোসেন-সোনাবানু স্পেশালইজড হাসপাতালে ভর্তি করেন। মেয়ের বিভিন্ন সমস্যার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলেও সেটা আমলে নেয়নি কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, সন্ধ্যায় অ্যানেস্থিসিয়া চিকিৎসক ডা. এটিএম নাসির উদ্দিন তাকে ভুল ইনজেকশন পুশ করেন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর ও অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

jagonews24

পরে ওটি থেকে চিকিৎসক বের হয়ে জানান, মেয়ের অপারেশন হয়নি। অবস্থা ভালো না আপনারা বরিশাল নেয়ার ব্যবস্থা করেন। এরপর অ্যাম্বুলেন্স হাসপাতালের সামনে এলেও চিকিৎসকরা সময়ক্ষেপণ করেন। পরে মেয়ের জ্ঞান না ফেরায় তারা অক্সিজেনসহ বিভিন্ন যন্ত্রপাতি শরীরে লাগিয়ে টালবাহানা শুরু করে। রাত সাড়ে ১০টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাহিনুর বেগম বলেন, আমার তিন বছরের নাতনি রয়েছে। আজ মেয়েকে হারিয়ে আমরা নিঃস্ব। মেয়েটা এতিম হয়ে গেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই। দোষী চিকিৎসকের ফাঁসি চাই।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. এটিএম নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদি হাসান জানান, মরদেহর সুরতহাল করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।