মুন্সিগঞ্জে পোড়ানো হলো ২২০ কোটি টাকার কারেন্ট জাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৭ মার্চ ২০২০

 

মুন্সিগঞ্জের সদর উপজেলার ফিরিঙ্গি বাজার, মালিরপাথর ও মিরাজপুর এলাকায় দিনভর অভিযান চালিয়ে ২২০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নৌপুলিশ ও মুন্সিগঞ্জ মৎস্য অফিস এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ মৎস অফিসের সিনিয়র সহকারী পরিচালক সুনীল মণ্ডল।

তিনি বলেন, সকাল থেকে তিন এলাকার ১৪টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সাত কোটি ৩০ লাখ ৯৪ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২২০ কোটি টাকা। পরে মিরকাদিম এলাকায় ধলেশ্বরী নদীর ধারে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে কাউকে আটক করা যায়নি।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।