৪ বছরের মেয়েকে মেরে ফেলল মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৮ মার্চ ২০২০
নিহতের স্বজনের আহাজারি

মাগুরায় এক মাদকাসক্ত মায়ের হাতে চার বছরের মেয়ে মাহী খুন হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার আদর্শ কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মা সুফিয়া খাতুনকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত মাহী লক্ষ্মী কান্দর গ্রামের মনু মিয়ার মেয়ে।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সুফিয়া খাতুন মাদকসেবী ও দেহ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রায় ১৫ বছর আগে তার প্রথম স্বামী তালেব মোল্যা তাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় তিনি মানসিকভাবে অশান্তিতে ভোগেন। পরে লক্ষ্মী কান্দর গ্রামের মনু মিয়াকে বিয়ে করে নতুন সংসার শুরু করেন। কিন্তু কয়েক মাস আগে হঠাৎ তার দ্বিতীয় স্বামী মনু মিয়া তাকে ছেড়ে চলে যান। এ নিয়ে মনু মিয়ার সঙ্গে সুফিয়া খাতুনের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে শিশুকন্যা মাহীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

তিনি আরও জানান, হত্যার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু মাহীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন সুফিয়া খাতুন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরাফাত হোসেন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।