মোটরসাইকেলসহ মোবাইল চোর চক্রের ছয় সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৯ মার্চ ২০২০

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেল ও মোবাইল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গ্রেফতাররা হলেন মোটরসাইকেল চোর ফারুক হোসেন মিঠু, আজম হোসেন পারভেজ, চোরাই মোটরসাইকেল ক্রেতা মো. রাসেল, জিল্লুর রহমান, মোবাইল চোর ইসমাইল ও রাব্বি। এর মধ্যে রাসেল ও জিল্লুর চাঁদপুরের বাসিন্দা।

এর আগে রোববার (০৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে চার মোটরসাইকেল ও দুই মোবাইল চোরকে গ্রেফতার করা হয়। এ সময় চোরদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১০টি নম্বর প্লেটসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। মোবাইল চোরদের কাছ থেকে ১৩টি মোবাইল উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরের এসপি ড. এএইচএম কামরুজ্জামান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

কাজল কায়েস/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।