বেশি দামে মাস্ক বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১০ মার্চ ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে মাস্কের প্যাকেটের গায়ে দাম না থাকা ও বেশি দামে বিক্রি করায় দুই ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোডে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ইসলামিয়া সার্জিক্যাল ফার্মেসিকে ৭০ হাজার ও ফেয়ার সার্জিক্যাল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও ড্রাগ আইন ১৯৪০-এর বিধান অনুযায়ী দুই ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক মাসুদুজ্জামান খান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক কাওছার আহমেদ।

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।