এবার নোয়াখালীতে ইউএনওর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:২৮ এএম, ১৬ মার্চ ২০২০

নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব আলমের অপসারণের দাবিতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করছেন।

সোমবার সকাল ১০টা থেকে তারা উপজেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন। নেতাকর্মীরা ওই ইউএনওর বিরুদ্ধে অভিযোগ এনে তার অফিস লক্ষ্য করে জুতা ও পাথর নিক্ষেপ করছেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১০ জুন বেগমগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন মাহাবুব আলম। এর আগে তিনি দাউদকান্দি ইউএনও ছিলেন। ৫ মার্চ তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি করা হলেও তিনি সেখানে যোগদান করেননি।

এ বিষয়ে বেগমগঞ্জের ইউএনও মাহবুব আলম বলেন, আমার বিরুদ্ধে কী অভিযোগ আমি নিজেই সেটি জানি না। তবে কিছু অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তারা ক্ষেপেছে। আর আমার বদলি-পদায়ন সব ঊর্ধ্বতন মহলের হাতে।

এরআগে কুড়িগ্রামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মধ্যরাতে কারাদণ্ড দেয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের বিরুদ্ধে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। পরে রোববার তাকে প্রত্যাহার করা হয়।

মিজানুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।