ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৭ মার্চ ২০২০
ফাইল ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেওয়াটখালী এলাকার চেয়ারম্যান বাড়ির বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট সঞ্জয় কুমার জানান, ওই দুইজন মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যান বাড়ির সামনে থেকে ঢাকার দিকে ঘোরার সময় মাওয়াগামী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।