পদ্মা সেতুর চুরি যাওয়া মালামাল উদ্ধার, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৮ মার্চ ২০২০

মুন্সীগঞ্জে পদ্মা সেতু প্রকল্পের চুরি যাওয়া বিপুল পরিমাণ লৌহ যন্ত্রাংশসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-১১ এর সদস্যরা। বুধবার (১৮ মার্চ) র‍্যাব-১১ এর সিপিসি-১ এর শ্রীনগর ভাগ্যকূল ক্যাম্পের কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান।

আটকরা হলেন-পদ্মা সেতুর পাইলিং কাজে সংশ্লিষ্ট এডওয়ার্ড সাহা (৪২), ভাঙ্গারির দোকানের কর্মচারী শেখ হারুন (৩৮) ও ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম ওরফে শুভ (২৮)।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টা থেকে লৌহজং থানাধীন মাওয়া ঘাট ও কুমারভোগ এলাকার বিভিন্ন ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে মনিব আয়রন স্টোর ও আরিফের ভাঙ্গারির দোকান থেকে এসব চুরি যাওয়া মালামাল উদ্ধার করে র্যাব।

র‍্যাব-১১ এর সিপিসি-১ এর শ্রীনগর ভাগ্যকূল ক্যাম্পের কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান জানান, চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজকে ব্যাহত করার উদ্দেশ্যে চুরি করে আসছিল। পদ্মা সেতু প্রকল্পের ছয়জন কর্মচারী এর সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। এ ঘটনায় আটক তিন চোরকে লৌহজং থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে। অন্যদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া পদ্মা সেতু প্রকল্পের ব্যবহৃত লোহার রড, পদ্মা সেতুর স্প্যান বার, প্লেট, পাইপ, অ্যাঙ্গেল, ইউ চ্যানেল, সেপ ও লোহার অন্যান্য ক্ষুদ্রাংশের আনুমানিক ওজন হবে ৩০ মণ। ওইসব লোহা ছোট ছোট টুকরো করে পদ্মা সেতু প্রকল্পের গুদামে সংরক্ষণ করে রাতের আঁধারে ট্রাকে ভর্তি করে পাচার করা হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।