ভোলায় একদিনে ৩৪ জন কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৮ মার্চ ২০২০
ফাইল ছবি

ভোলার পাঁচ উপজেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের শরীরে জ্বর-সর্দি-কাশি রয়েছে। তবে প্রাথমিক পরীক্ষায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ নিয়ে ভোলায় গত পাঁচদিনে মোট ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হল। ইতালি, আস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ওমান, দুবাই, জার্মানি, ভারত ও নেপাল থেকে এসেছেন এসব প্রবাসী।

ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী বলেন, গত ২৪ ঘণ্টায় ভোলার পাঁচ উপজেলায় ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত পাঁচদিনে বিভিন্ন দেশ থেকে আসা মোট ৪২ জনকে নিজেদের বাড়িতে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে ভোলা সদরে পাঁচজন, দৌলতখানে ১২ জন, বোরহানউদ্দিনে ১৭ জন, তজুমদ্দিনে সাতজন ও চরফ্যাশনে একজন রয়েছেন।

তিনি আরও বলেন, হোম কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীরা কয়েকদিন আগে বিদেশ থেকে ফিরেছেন। আমরা তাদের খোঁজখবর নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেছি। প্রাথমিকভাবে তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।