সব প্রবাসীর বাড়ির সামনে লাল পতাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২১ মার্চ ২০২০

মাগুরা সদর উপজেলায় বিদেশফেরত ব্যক্তিদের বাড়ির সামনে লাল পতাকা টানানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (২১ মার্চ) উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ কার্যক্রম শুরু হয়।

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিদেশফেরত ব্যক্তিরা করোনাভাইরাস ছড়ানোর জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বিদেশ থেকে ফিরে অধিকাংশ ব্যক্তি হোম কোয়ারেন্টাইন না মেনে অবাধে চলাফেরা করছেন।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে গত সাতদিনের মধ্যে যারা বিদেশ থেকে ফিরেছেন তাদের খোঁজ নিয়েছি আমরা। প্রথম দিন ২২ জনের খোঁজ পেয়েছি। এদের প্রত্যেককে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশফেরত এসব ব্যক্তির বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে যাতে এলাকাবাসীর পাশাপাশি স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, স্থানীয় সরকারসহ দায়িত্বরত সংশ্লিষ্ট সব বিভাগের নজরদারি থাকে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, প্রতিটি গ্রামে-গ্রামে তল্লাশি চালিয়ে বিদেশফেরতদের চিহ্নিত করে তাদের নাম-ঠিকানা তালিকাভুক্ত করেছি। একইভাবে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছি। কেউ হোম কোয়ারেন্টাইন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।