সুনামগঞ্জে কয়লা-চুনাপাথর রফতানি স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২২ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে ভারতের মেঘালয় রাজ্য থেকে সুনামগঞ্জের তিনটি শুল্ক স্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর রফতানি কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভারতের মেঘালয় রাজ্যে থাকা কয়লা ও চুনাপাথর রফতানিকারক সংগঠন বাগলী এক্সপোটার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্তের বিষয়টি জানায়।

রোববার (২২ মার্চ) সকালে সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তাকে ই-মেইল করে বিষয়টি জানিয়ে দেয় ভারতীয় এক্সপোটার্স অ্যাসোসিয়েশন।

তাহিরপুরের বড়ছড়া শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ভারতের মেঘালয় রাজ্যের বাগলী এক্সপোটার্স অ্যাসোসিয়েশন সাউথ ওয়েস্ট খাসি হিলসের নেতারা কয়লা-চুনাপাথর রফতানি স্থগিতের বিষয়টি আমাদের জানিয়েছেন। রোববার সকালে জরুরি ই-মেইলে করোনাভাইরাস প্রতিরাধে তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশন দিয়ে কয়লা-চুনাপাথর রফতানি কার্যক্রম স্থগিত রাখার বিষয়টি জানানো হয়।

তিনি আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ঝুঁকি এড়াতে ২৩ মার্চ থেকে ৩১ মার্চ টানা নয়দিন শুল্ক স্টেশন দিয়ে ভারতীয় রফতানিকারকরা কয়লা ও চুনাপাথর রফতানি কার্যক্রম স্থগিত করেছেন।

মোসাইদ রাহাত/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।