শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে অনির্দিষ্টকালের জন্য নৌচলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিস্তাররোধে দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, বর্তমান দেশের করোনাভাইরাসের প্রভাব ঠেকাতেই এ সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য এই নৌরুটের ফেরি, লঞ্চ, সি-বোর্ডসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছি। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তখন আবার খুলে দেয়া হবে। তবে পদ্মাসেতু প্রকল্পে ব্যবহৃত সকল ধরনের নৌযান চলাচল অব্যাহত থাকবে।

বিআইডব্লিউটিসি' শিমুলিয়া ঘাট ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম বলেন, ঘাটে পারাপারের অপেক্ষায় ছোট-বড় কিছু যানবাহন রয়েছে। এগুলো পার হলেই নির্দেশনা মতো ফেরি চলাচল বন্ধ করে দেয়া হবে।

ভবতোষ চৌধুরী নুপুর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।