চালের দাম বেশি নেয়ায় ১৮ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৪ মার্চ ২০২০

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের এ অভিযানে দুই চাল ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুজন কাজী জানান, অতিমূল্যে চাল বিক্রয় করায় আংগারিয়া বাজারের মেসার্স দাস ট্রেডার্স ও মেসার্স আল হেলাল ট্রেডার্স চালের দোকানের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারণ তারা মূল্য তালিকায় আটাশ চালের মূল্য প্রতি কেজি ৪২ টাকা লিখে রাখলেও ক্রেতাদের কাছে ৪৪ টাকা দরে বিক্রি করছেন। দুই টাকা বেশি বিক্রি করায় মেসার্স দাস ট্রেডার্সের মালিককে ১৫ হাজার ও মেসার্স আল হেলাল ট্রেডার্সের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেলা ক্যাব’র সভাপতি মো. বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ছগির হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।