করোনায় সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মোহদিপুর স্থলবন্দরে আমদানি-রফতানি চারদিন বন্ধ থাকবে।

সোমবার (২৪ মার্চ) থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত চার দিন দুদেশের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের মোহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট ও ইমপোর্ট অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সাহা এক চিঠির মাধ্যমে সোনামসজিদ কাস্টমস ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন। সে কারণে সোমবার ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেনি।

চিঠিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস প্রতিরোধে দুদেশের মধ্যে ২৪ মার্চ থেকে সব প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে। একই নির্দেশনা রয়েছে জেলার রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনেও। আগামী ২৮ মার্চ এ বন্দর দিয়ে সব ধরনের কার্যক্রম শুরু হবে। তবে সোনামসজিদের পানামা ইয়ার্ডে যেসব পণ্য রয়েছে সেগুলো দুদিনের মধ্যে লোড করে গন্তব্যে ছেড়ে যাবে।

সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান ভারতের মোহদিপুর স্থলবন্দর মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট ও ইমপোর্ট অ্যাসোসিয়েশনের আমদানি-রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আব্দুল্লাহ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।