অ্যাকশন শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০১:২৯ এএম, ২৫ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়াতে বরগুনায় শুরু হয়েছে পুলিশের অ্যাকশন। এ সময় রাস্তায় আড্ডারত অবস্থায় যাকে পেয়েছে তাকে পিটিয়ে বাড়ি পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে বরগুনা শহরে পুলিশকে এমন অ্যাকশন নিতে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে এমনিতেই জেলাজুড়ে প্রশাসনের কড়াকড়ি চলছে। জরুরি পণ্য বিক্রির দোকান ব্যতীত অন্য সব দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। রয়েছে সাধারণ মানুষের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা।

মঙ্গলবার রাত ৮টার দিকে বরগুনার সদর রোডের সব দোকানপাট যখন বন্ধ তখন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরগুনা বাজারে হাঁটাচলা করছিলেন কিছু মানুষ। ঠিক তখনই শুরু হয় পুলিশের অ্যাকশন।

শহরে হাঁটাচলা করা এসব মানুষের কাউকে পিটিয়ে আবার কাউকে শাসিয়ে বাড়ি পাঠিয়েছে পুলিশ। পুলিশের অ্যাকশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বরগুনার সাংবাদিক মুশফিক আরিফ।

সদ্য ভারতফেরত এই সাংবাদিক হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় পুলিশের অ্যাকশনের এ দৃশ্য নিজ বাসা থেকে মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। পোস্ট করার সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি পোস্ট করার সাথে এই সাংবাদিক লিখেছেন, 'সাবাস, যাদের জন্য যা প্রয়োজন। কপালের লিখন না যায় খণ্ডন, অর্থাৎ যাদের কপালে পিটুনি আছে তাদের তো খেতে হবেই। বরগুনা শহরে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, সবাইকে ঘরে তোলার চেষ্টা করছে তারা। রাষ্ট্রযন্ত্রের জটিলতা কাটিয়ে অতঃপর এই ব্যবস্থাটি নেয়ার জন্য ধন্যবাদ জানাই জেলা প্রশাসন এবং পুলিশকে।'

পুলিশের এমন অ্যাকশনকে সাধুবাদ জানিয়েছেন বরগুনার অসংখ্য সচেতন মানুষ। কাজিন উর্মি নামের একজন ফেসবুকে ভিডিও শেয়ার করে লিখেছেন, 'এটার খুবই প্রয়োজন ছিল।'

রিকু সরদার নামের একজন লিখেছেন, 'যে দেশের লোকজন করোনা রোগী দেখতে ভিড় করে, তাদের জন্য এটাই ঠিক।'

ভিডিওটি ধারণকারী সাংবাদিক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরগুনা জেলা শাখার সদস্য সচিব মুশফিক বলেন, আমি আমার পরিবার নিয়ে হোম কোয়া‌রেন্টাই‌নে আছি। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে হোম কোয়ারেন্টাইনের বিকল্প নেই। সব নির্দেশনা উপেক্ষা করে আজ যেসব মানুষ বরগুনা বাজারে হাঁটছিলেন এবং নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে পুলিশ যে ব্যবস্থা নিয়েছে এটাকে আমি স্বাগত জানাই। এরকম ব্যবস্থা আরও অনেক আগেই গ্রহণ করা উচিত ছিল।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন বলেন, আমাদের কাছে বরগুনা তথা এ জনপদের মানুষকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আর কোনো বিকল্প পথ খোলা নেই। আমি সবাইকে অনুরোধ করব- জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবেন না। রাস্তায় জনসমাগম হলেই কঠোর ব্যবস্থা নেব আমরা।

মিরাজ/এএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।