বঙ্গবন্ধু সেতুতে উঠতেই কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৫ মার্চ ২০২০
ফাইল ছবি

বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় রুবেল মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকালে বঙ্গবন্ধু সেতুপূর্বের ভায়াডাক্ট (সেতুর গোড়া) অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়ার বাড়ি নওগাঁ জেলায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় টোল দিয়ে মোটরসাইকেলটি সেতু পাড় হওয়ার জন্য যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি সেতুর পূর্ব ভায়াডাক্টে প্রবেশের সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে থাক্কা লাগে। এতে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী রুবেল ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।