মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান সেনাবাহিনীর
টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। বুধবার (২৫ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর বাজারে মাইকিং করে জনগণকে সচেতন করেন সেনা সদস্যরা।
এ সময় ক্যাপ্টেন রাশেদ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সেনা সদস্যরা মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে কিছু সময় অবস্থান করে হ্যান্ড মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং লোকসমাগম না করতে আহ্বান জানান। পরে তারা বাজারের মেইন রোড, কালিবাড়ি রোড ও বংশাই রোডে টহল দেন।
অন্যদিকে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক ও মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান কুতুব বাজারে টহল দেন এবং সচেতনতামূলক মাইকিং করেন।
এছাড়াও উপজেলার মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া অটোবাইক নিয়ে ইউনিয়নের প্রতিটি এলাকায় নিজেই করোনাভাইরাস সংক্রমণ রোধে করণীয় জানাতে মাইকিং করেন।
এস এম এরশাদ/আরএআর/এমএস