অনুরোধ করেও ঘরে নেয়া যাচ্ছে না মানুষকে!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৬ মার্চ ২০২০

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে ঘরে থাকার জন্য প্রতিনিয়ত বলা হলেও মানুষ ঘরে থাকছে না। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাটবাজার ও চায়ের দোকানে এখনও মানুষকে বিনা প্রয়োজনে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।

যে কারণে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর থেকে পুলিশকে কঠোর হতে দেখা গেছে। এসময় উপজেলার পাগলা বাজার, আক্তারপাড়া (মিনাবাজার), ডাবর পয়েন্ট, সিচনী পয়েন্ট এলাকার কোথাও কোথাও বিনা প্রয়োজনে হাটাহাটি, মাস্ক পরিধান না করা এবং আড্ডারত মানুষদের লাঠিচার্জ করে ঘরে যেতে বাধ্য করে পুলিশ। নিত্যপ্রয়োজনীয় নয় এমন দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।

Sunamganj-(1)

এসময় হ্যান্ড মাইকিং করে সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেন পুলিশ পরিদর্শক ইকবাল বাহার। এছাড়া রাস্তার পাশের চায়ের দোকান না খোলার জন্য অনুরোধ করেন তিনি।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সবাই ঘরে অবস্থান করুন। সরকার ১০ দিনের ছুটি দিয়েছে আড্ডা বা ঘোরাঘুরির জন্য নয়।

মোসাইদ রাহাত/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।