পুলিশ দেখে পালিয়ে গেলেন জামাই, শ্বশুরবাড়ি লকডাউন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:২১ এএম, ২৭ মার্চ ২০২০
ফাইল ছবি

সিলেট থেকে পাবনার ঈশ্বরদীতে শ্বশুরবাড়িতে আসা সন্দেহভাজন এক করোনা রোগী পুলিশের ভয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় ওই ব্যক্তির শ্বশুরবাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মুলাডুলি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

সিলেটে রাজমিস্ত্রীর কাজ করা ওই যুবক তার গ্রামের বাড়ি ঈশ্বরদীর বড়ইচরা বালুরঘাট আসেন। এ সময় তার সর্দি, কাশি, গলাব্যাথা ও জ্বর ছিল। কিন্তু তিনি কোয়ারেন্টাইনে না থেকে সেখান থেকে বৃহস্পতিবার সকালে তার শ্বশুরবাড়ি মুলাডুলিতে অবস্থান নেন। এ সময় তার শাশুড়ি গ্রামের কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সহকারী জালাল উদ্দিনকে কাশি, গলাব্যথা, জ্বর ও শ্বাসকষ্টের বিবরণ দিয়ে ওষুধ চাইলে স্বাস্থ্য সহকারী চিন্তায় পড়ে যান।
তৎক্ষণাৎ তিনি এলাকার মেম্বার জাহিদ হোসেনকে বললে তিনি ঈশ্বরদী থানায় ফোন দেন। পুলিশ বিকেলে সেখানে গেলে ওই রোগী পালিয়ে যান। পরে বাড়িটি লকডাউন করে দেয়া হয়।

এ ব্যাপারে মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা জানান, ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। প্রশাসনকে তারা জানিয়েছেন।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।